• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মহেশপুরে সড়ক দুর্ঘটনায়  মুক্তিযোদ্ধা নিহত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০১ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:১৩ পিএম;
মহেশপুরে সড়ক দুর্ঘটনায়  মুক্তিযোদ্ধা নিহত
মহেশপুরে সড়ক দুর্ঘটনায়  মুক্তিযোদ্ধা নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছী গ্রামে সড়ক দুর্ঘটনায় তোজাম্মেলন হোসেন (৭২) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকালে মহেশপুর-বাথানগাছী সড়কের বেলেমাঠ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তোজাম্মেল হোসেন বাথানগাছী গ্রামের মছেদ আলি বিশ্বাসের ছেলে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকালে বাড়ী থেকে মটরসাইকেলে যোগে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুর গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখানে থেকে তাকে উদ্ধার করে যশোরের চৌগাছা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত তোজাম্মেল হোসেন মান্দারবাড়ীয়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সন্ধায় গার্ড অব অনার দিয়ে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।.

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ